• কক্সবাজার

    পরীক্ষার হল থেকে ডিভাইসসহ ২ পরীক্ষার্থী আটক

      প্রতিনিধি ৩০ মার্চ ২০২৪ , ১১:২০:৪৮ প্রিন্ট সংস্করণ

    0Shares

    আহমদুল হক: কক্সবাজার সিটি কলেজে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের অভিযোগে দুই পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

    শুক্রবার ২৯ মার্চ সকাল ১০টায় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে তাদেরকে আটক করে জেলা প্রশাসন। অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি তাপ্তি চাকমা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হালিম।




    জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোয়েন্দা সংস্থা (এনএসআই) গোপন সূত্রে জানতে পারে পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার হবে। তাদের তথ্য অনুযায়ী কক্সবাজার সিটি কলেজ কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে একজন পরীক্ষার্থীকে ডিভাইসসহ আটক করে। পরে তার তথ্যের ভিত্তিতে আরেকটি রুমে তল্লাশি করে আরও এক পরীক্ষার্থীকে মোবাইলসহ আটক করা হয়।

    ডিভাইসসহ আটক পরিক্ষার্থীরা হলেন কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়ের তেতৈয়া এলাকার বশির আহমেদ ও চকরিয়া উপজেলার চিরিঙ্গা এলাকার তৌহিদুল ইসলাম।




    আটক দুজনকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা ও জিজ্ঞাসাবাদের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

    কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রকিবুজ্জমান জানান, ডিভাইসসহ হস্তান্তর করা দুই পরীক্ষার্থী ও জালিয়াতির সঙ্গে জড়িতের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন।




    0Shares

    আরও খবর 30

    Sponsered content