• মহানগর

    দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন

      প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৪ , ১১:০১:৪১ প্রিন্ট সংস্করণ

    সিটি রিপোর্টার: নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।




    সকালে প্রভাত ফেরি সহ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের শ্রদ্ধা নিবেদন,রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, সংস্কৃতি অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করেন।




    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সেলিম আফজাল। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফজল করিমের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক শিবির রঞ্জন ঘোষাল সরকারে সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য হাজী মোঃ নাছির উদ্দিন,সৈয়দ আনোয়ারুল‌ করিম রুশদি,খালেদ সাইফুল্লাহ খোকন, মহিলা সদস্য মিসেস রোখসানা খানম, সিনিয়র শিক্ষক মোঃ ওসমান গনি, ইলিয়াছ আলী,মিলান চক্রবর্তী, গোলাম মহিউদ্দিন, শিক্ষিকা ফেরদৌস আরা চৌধুরী,শাহীনা আক্তার,হুমায় আরা বেগম প্রমুখ।




    ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা শেষে পুরষ্কার বিতরন, শহীদের জন্য দোয়া ও মোনাজাত করে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

    আরও খবর 25

    Sponsered content