• দক্ষিণ চট্টগ্রাম

    বান্দরবানে বাস উল্টে আহত ৩০

      প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২৪ , ১১:৫২:০০ প্রিন্ট সংস্করণ

    মোহাম্মদ শহিদুল ইসলাম শহীদ, বিশেষ প্রতিনিধি পার্বত্য চট্টগ্রামঃ জেলার বান্দরবান কেরানিহাট সড়কের রেইছা এলাকায় পাহাড়ি ঢালু সড়কে একটি পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে শিশু নারীসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত আহতদের মধ্যে গুরুতর ছয়জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।




    শুক্রবার ১৬ই ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টার দিকে বান্দরবান শহর থেকে পিকনিকের বাসটি চট্টগ্রামে যাওয়ার পথে পাহাড়ি ঢালু সড়কে নিয়ন্ত্রণ হারালে এ ঘটনা ঘটে।

    সূত্র জানা যায় চট্টগ্রামের আগ্রাবাদ এলাকা থেকে বেশ কয়েকটি পরিবারের সদস্য সকালে বাস নিয়ে বান্দরবান বেড়াতে আসে। বাসটিতে ৪৫ জন যাত্রী ছিলো,ঘটনার পর খবর পেয়ে স্থানীয় লোকজন, সেনাবাহিনী, দমকল বাহিনী ও পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।




    জানা গেছে তাদের মধ্যে মোহাম্মদ আরিফ, ইমন, মো: মাইনুদ্দিন, তসলিমা আক্তর, আবু তাহের ও আফরোজা খাতুনকে অবস্থা গুরুতর হওয়ায় বান্দরবান হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

    আরও খবর 28

    Sponsered content