প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২৩ , ১০:৫৪:০২ প্রিন্ট সংস্করণ
নুরুল আবছার নূরী : ২০ ডিসেম্বর বুধবার দুপুরে চট্টগ্রাম-২ফটিকছড়ি আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান গোলাপুর রহমান গোলাপ সভাপতিত্বে ফটিকছড়ি উপজেলা আওয়ামিলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজিম উদ্দীন মুহুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহ-সভাপতি এবং সুন্দরপুর ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ শাহনেওয়াজ, ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ইসমাঈল হোসেন, নাজিরহাট পৌরসভার মেয়র লায়ন এ,কে, জাহেদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা সৈয়দ বাকের, চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল কাইয়ুম, দপ্তর সম্পাদক মোঃ আবদুল কাসেম মেম্বার, মোহাম্মদ হাবিবউল্লাহ কামাল মেম্বার এস,এম,আবু শোয়াইব, মোঃ আসিফ, প্রমুখ।
খাদিজাতুল আনোয়ার সনি বলেন, দীর্ঘদিন ধরে দলীয় নেতা কর্মীরা দাবি জানিয়েছে এক জন দলীয় প্রার্থীর জন্য প্রধাণমন্ত্রী তাঁদের দাবি পুরণ করছেন। আমরা চাই সবাই ঐক্যবদ্ধ ভাবে নৌকা মার্কায় জয় যুক্ত করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং প্রধানমন্ত্রীকে আবারও রাষ্ট্রীয় মক্ষতায় আনতে হবে।