• বৃহত্তর চট্টগ্রাম

    থানচিতে দুর্যোগ ঝুঁকি নিরুপণ শীর্ষক মতবিনিময় সভা

      প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২৩ , ১১:৫৫:০১ প্রিন্ট সংস্করণ

    মোঃ শহিদুল ইসলাম শহীদ: লিডারশীপ টু এনশিওর এডিকোয়েট নিউট্রিশন (লিন ) প্রকল্প এর আয়োজনে দুর্যোগ ঝুঁকি নিরুপন ও দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্ম পরিকল্পনা উপজেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    ২০ ডিসেম্বর ২০২৩ সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রজেক্ট ম্যানেজার (লিন প্রকল্প) প্রভাত চন্দ্র ত্রিপুরার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সহকারি কমিশনার ভূমি সেটু কুমার বড়ুয়া।




    সার্বিক সঞ্চালনায় ছিলেন বিপ্লব নকরেক। এতে বিশেষ অতিথি সমাজসেবা কর্মকর্তা পারভেজ ভূইয়া,যুব উন্নয়ন কর্মকর্তা খালেদ মাহমুদ মুজাহিদ,স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃশাইন ইমাম,ফায়ার সার্ভিস থানচি ফায়ার লিডার হেলাল উদ্দিন চৌধুরী।

    মতবিনিময় সভাতে প্রেজেন্টেশনে ছিলেন ডিআরআর ইন্টার্ন প্রধান কার্যালয় ঢাকা মোঃ আশরাফ আলী।




    এতে বন্যা,বর্ষাকাল,প্রবল বৃষ্টি পাতে পাহাড় ধসের সচেতনতা ভলান্টিয়ার,গাছ রোপণ,পানি সরবরাহ,জানমালের রক্ষার প্রস্তুতি,আময় বর্ধক সহ বিভিন্ন বিষয়ে আলোচনা তুলে ধরেন অংশ গ্রহণ করা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মরতগন,সাংবাদিক,এনজিও প্রতিনিধি,চিকিৎসক,কারবারি বৃন্দ।