• মহানগর

    ‘সুস্থ ধারার সংস্কৃতি বিকাশে চাই স্থিতিশীল প্রগতিশীল সরকার’

      প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২৩ , ১২:১০:৫১ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: মহানগর আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ বলেছেন, সুস্থ ধারার সংস্কৃতি বিকাশে চাই স্থিতিশীল প্রগতিশীল সরকার। স্বাধীনতাবিরোধী মতার্দশের কোনো সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকলে এ কাজটি কঠিন হয়ে পড়ে।




    প্রগতিশীল রাজনৈতিক সংগঠনের ঐক্যবদ্ধ না থাকলে অশুভ শক্তির উথ্থান ঘটে। আমাদেরকে আমাদের হারিয়ে যাওয়া পুরানো শহীদ মিনারটি ফিরিয়ে দিতে হবে।
    এজন্য সাংস্কৃতিক আন্দোলন জোরদার করতে হবে।

    রোববার (১৭ ডিসেম্বর) নগরের একটি রেস্তোরার মিলনায়তনে সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সাথে মতবিনিময় সভায় চট্টগ্রাম-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী ও নগর আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ এসব কথা বলেন।




    নাট্যজন অলক মাহমুদের সভাপতিত্বে ও সঙ্গীত শিল্পী দিদারুল ইসলাম পরিচালনায় আলোচনায় অংশ নেন চিএনায়ক পংকজ বৈদ্য সুজন, শিল্পী দীপেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ, শিল্পী এিবিদ বড়ুয়া রানা, স্বপন কুমার দাশ, ফরিদ বঙ্গবাসী, মুন্না ফারুক, ইকবাল পিন্টু, অনামিকা তালুকদার,মুসলিম আলী জনি,পূর্নিমা চৌধুরী, রোজী চৌধুরী, সুপ্রিয়া লাকী, ববিতা ইসলাম, মুরাদ হাসান, অরুণ দাশ, মো. ইকবাল, ইন্তেখাব আলম মান্না, রাজীব মজুমদার খোকন, আরাফাত রুপক, সাইদুল ইসলাম মাসুম, শওকত হোসেন মুন্না, আবছার উদ্দিন অলি, এম ডি এইচ রাজু, সমীরণ পাল, এস এম সরওয়ার, ঝুলন বড়ুয়া, সুমন দেব, আশরাফুল হাসান মো. রুবেল, মো. দুলাল, শিল্পী শংকর দে প্রমুখ।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content