• উত্তর চট্টগ্রাম

    ফটিকছড়িতে দুর্নীতি বিরোধী দিবস পালিত

      প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২৩ , ১১:২৯:৩৭ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নুরুল আবছার নূরী: “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই প্রতিপাদ্য বিষয়ে উপজেলা প্রশাসন, ফটিকছড়ি ও দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ফটিকছড়ি এর উদ্যোগে উদযাপিত হয় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২৩।

    শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ কমপ্লেক্স মাঠ সড়কে এক মানববন্ধন আয়োজন করা হয়।




    মানববন্ধন ও র‌্যালি পরবর্তী আলোচনা সভা শহীদ শফিকুন নূর মাওলা (বীর প্রতীক) গণমিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জেবুন নাহার মুক্তা।

    বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আহমদ মাস্টার।

    মুখ্য আলোচক ছিলেন সহকারী পরিচালক দুদক সজেকা চট্টগ্রাম -২ মোঃ মুসাব্বির আহমদ।




    দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক পল্লবী খাস্তগিরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ছফি উল্লাহ, তথ্য দপ্তরের কর্মকর্তা মানোয়ারা আকতার (তথ্য আপা) প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন, এডঃ মিহির কুমার দে,ফটিকছড়ি সরকারী ডিগ্রী কলেজের রাস্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক ন,ম,রহমত উল্লাহ প্রমুখ।

    0Shares

    আরও খবর 27

    Sponsered content