• মহানগর

    নৈরাজ্য সৃষ্টি, জ্বালাও-পোড়াও শক্তভাবে প্রতিহত করবো: দেবু

      প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২৩ , ১০:১১:৩৪ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: নগর যুবলীগের সহ-সভাপতি দেবাশীষ পাল দেবুর উদ্যোগে বিএনপি-জামায়াতসহ সমমনা সংগঠনগুলোর অবৈধ হরতাল, অবরোধ, নৈরাজ্য অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

    বুধবার (১৫ নভেম্বর) দুপুরে নিমতলা বিমানচত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ফকির হাট, বারিক বিল্ডিং মোড় ঘুরে কাস্টম মোড়ে সমাবেশে মিলিত হয়।




    পতেঙ্গা থানা আওয়ামী লীগের দফতর সম্পাদক সেকান্দর আজমের সভাপতিত্বে ও বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিকের পরিচালনায় এতে বক্তব্য দেন যুবলীগ নেতা সুফিউর রহমান টিপু, ইমতিয়াজ বাবলা, সালাউদ্দিন বাবর, শহীদুল্লাহ শহীদ, ফরহাদ আব্দুল্লাহ, দিদার উদ্দিন, নেছার বিন ফয়সাল রিমন, জাহাঙ্গীর সৈয়দ, কাজী মো. আরিফ, সোহেল রানা, মো. সাজিবুল ইসলাম সজিব, মো. মিজান, জহির রায়হান, বেলাল উদ্দিন, শাহজাহান বাপ্পি, তানবীর বিন হাসান, মো. হানিফ, আবু নাছের জুয়েল, মাহামুদুর রহমান বাপ্পী, মো. এরশাদ, মো. মনির, মো. আলাউদ্দিন, মো. সগীর প্রমুখ।




    উপস্থিত ছিলেন আলী নুর রুবেল, মো. ফরিদ, মিন্টু আহমেদ, ইউসুফ সানিনুরুদ্দিন জনি, মাকসুদুর রহমান, মোমিনুল হক মাসুম, নজরুল ইসলাম, সাইদুল ইসলাম, প্রণব নাথ, মো. রোকনউদ্দিন, মো. সোহেল, জাবেদ খান জুয়েল, শাহনেওয়াজ সাকিন, জাহিদুল আলম আলো প্রমুখ।




    দেবাশীষ পাল দেবু বলেন, হরতাল বা অবরোধের নামে নৈরাজ্য সৃষ্টি এবং জ্বালাও-পোড়াও করা হলে শক্তভাবে প্রতিহত করা হবে।

    ব্যবসায়ী, পরিবহন মালিকদের নির্ভয়ে ব্যবসা চালিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content