• উত্তর চট্টগ্রাম

    রাঙ্গুনিয়ায় ইটভাটার দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু

      প্রতিনিধি ৯ নভেম্বর ২০২৩ , ১০:০২:১৮ প্রিন্ট সংস্করণ

    0Shares
    কালেমা শাহাদাতপাঁচ কালেমা৪ কালেমামৃত্যু অনিবার্যমৃত্যু নিয়ে উক্তিমানুষের মৃত্যু কেন হয়মৃত্যু ব্যক্তিdeath অর্থ কিdeath synonymঈমানiman

    রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি ইটভাটার দেয়াল ধসে মোহাম্মদ হারুন (৬০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ( ৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। মোহাম্মদ হারুনুর রশীদ স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড মোগলেরহাট জান মোহাম্মদপাড়া এলাকার নেয়ামত আলীর সন্তান।




    স্থানীয়রা জানান–উপজেলার ইসলামপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের সাদেকনগর এলাকায় বিআরবি-২ নামে ইটভাটায় কয়লার ঘরের মেরামত করার সময় আকস্মিকভাবে ওই শ্রমিকের ওপর ইটের দেয়াল ধসে পড়ে। এতে শ্রমিক হারুন আহত হন। তাকে উদ্ধার করে রাউজান জে.কে মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।




    রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

    0Shares

    আরও খবর 27

    Sponsered content