• উত্তর চট্টগ্রাম

    হালদা নদীতে অভিযান ১৪০০ মিটার জাল জব্দ

      প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২৩ , ১০:৫২:১৭ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী: দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে অভিযান চালিয়ে ১৪০০মিটার জাল জব্দ করেছে ফটিকছড়ি উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা বুল বুল আহমদ। এসময় ২জন ইউনিয়ন প্রতিনিধি (লিপ)মোঃ শওকত ও মোঃ আব্দুর রহান ৩জন আনসার বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।




    সোমবার ৩০অক্টোবর সকালে উপজেলা রোসাংগিরী ইউনিয়ন ও সমিতিরহাট ইউনিয়নের অংশে হালদা নদীর মোহনায় এই অভিযান পরিচালনা করা হয় বলে সহকারী মৎস্য কর্মকর্তা বুলবুল আহমদ চট্টবাণীর ফটিকছড়ি প্রতিনিধিকে জানান।




    তিনি বলেন, আজ সকালে মোহনায় পাতানো সুতার ডুবু জাল কারেন্ট জাল জব্দ করা হয়। হালদা মা মাছ ও জীব বৈচিত্র্য রক্ষায় নদীতে অভিযান অব্যাহত থাকবে।

    আরও খবর 27

    Sponsered content