• উত্তর চট্টগ্রাম

    ফটিকছড়ি মাইজভান্ডারে পুকুরে গোসল করতে নেমে ডুবে এক কিশোরের মৃত্যু

      প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২৩ , ৯:১১:২৮ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী: ফটিকছড়ি আধ্যাত্মিক নগরী নামে খ্যাত মাইজভান্ডারে দরবার শরীফের পুকুরে গোসল করতে নেমে মুহাম্মদ নাইমুল ইসলাম (১৪/১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

    ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে ৪টায় মাইজভান্ডারের শা-হী পুকুরে গোসল করতে নেমে সাতার কাটে গিয়ে এ ঘটনা ঘটে। নিহত নাইমুল ইসলাম চট্টগ্রাম মহানগরের এনায়ত বাজার এলাকার মোহাম্মদ ইসলামের ছেলে।




    প্রত্যাক্ষদর্শীরা জানান, নাইমুল ইসলাম বন্ধুদের সাথে সকালে মিলাদুন্নবীর জুলুছে যাবার জন্য বের হয়েছে। পরে বিকেলে মাইজভান্ডার মাজারে জিয়ারতের উদ্দেশ্য আসেন। বিকালে পুকুরে গোসল করতে নেমে পানিতে সাতার কাটতে গিয়ে এই ঘটনা ঘটে।

    বন্ধুদের কাছে তার নিঁখোজের খবর শুনে তার বাাঁ ও আত্নয়ীস্বজন সন্ধ্যা সাড়ে ছয়টায় মাইজভারে আসেন। পরে ফায়ার সার্ভিস ও ফটিকছড়ি থানাকে খবর দেন। পরে ফটিকছড়ি ফায়ার সার্ভিস সংবাদ পেয়ে সংবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুকুরের পানি থেকে নিহতের লাশ উদ্ধার করেন।




    বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি ফায়ারসার্ভিস কর্মকর্তা আসিফ বলেন, মাইজভান্ডার পুকুর থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। ফটিকছড়ি থানাট পরে লাশ পরিবারের নিকট হস্তান্তর করে।

    আরও খবর 27

    Sponsered content