• উত্তর চট্টগ্রাম

    ফটিকছড়িতে ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যু

      প্রতিনিধি ৫ জুলাই ২০২৩ , ৯:১৩:৩৪ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী: ফটিকছড়ি উপজেলা সদরে বিবিরহাটস্থ সেবা ক্লিনিক এন্ড ল্যাব ইন এ ভুল চিকিৎসায় বাচ্চাসহ প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উছেঠে। এতে উক্ত ক্লিনিকটি দফায় দফায় ভাংচুর চালিয়েছে ভুক্তভোগী স্বজনরা।

    ৪জুলাই মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে ফটিকছড়ি সেবা ক্লিনিক এন্ড ল্যাব ইন এ এই মৃত্যুর ঘটনা ঘটে।




    জানা গেছে, ফটিকছড়ি উপজেলা কাঞ্চননগর এলাকার মরহুম মোতালেব মেম্বারের বাড়ির মো: রুমান উদ্দিনের স্ত্রী মোছাম্মৎ জান্নাতুল রিনা (২২) নামের এক প্রসূতকে ওই ক্লিনিকে ভর্তি করা হয়।

    নিহতের পরিবার সূত্রে জানা যায়, রিনাকে গতকাল সন্ধ্যায় ক্লিনিকে নিয়ে আসা হলে শারিরীক পরিস্থিতি ভালো ছিলো। রিনার স্বামী মো: রোমান বলেন, সকালে ক্লিনিকে সুই মারা নিয়ে গোলমাল হয়েছিলো আমরা কর্তৃপক্ষকে জানিয়েছিলাম তার পরেও তারা দায়িত্বে অবহেলা করেছে। তাদের দায়িত্বশীলতার অভাবে আজকে আমি আমার বউ বাচ্চাকে হারালাম।এটা একটা হত্যা, আমি এই হত্যা*র বিচার চাই।




    ক্লিনিকে এই ঘটনা ঘটার পর ক্লিনিকের ভাঙচুর সহ ইট-পাটকেল নিক্ষেপ করছিলো জনগন পরে পুলিশ প্রশাসন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির রহমান সানিসহ পুলিশ প্রশাসনের উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।




    এ ব্যাপারে জানতে চাইলে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুহাম্মদ মাসুদ ইবনে আনোয়ার চট্টবাণীকে বলেন, একজন প্রসূতি রোগীর মৃত্যু হয়েছে ফটিকছড়ি সেবা ক্লিনিক এন্ড ল্যাব ইন। এতে রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে উক্ত ক্লিনিকে ভাংচুর করেছে। তবে, পুলিশের উধ্বতন কর্মকর্তারাসহ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়স্ত্রণে রয়েছে।




    আরও খবর 27

    Sponsered content