• খেলাধুলা

    ব্যাটিং ব্যর্থতার মাঝে অধিনায়ক শান্ত’র রেকর্ড

      প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২৩ , ৯:২৮:৩০ প্রিন্ট সংস্করণ

    খেলাধুলা ডেস্ক: বিশ্বকাপে যাওয়ার আগে শেষ ম্যাচেও অব্যাহত বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। উইকেট বিলিয়ে আসার মিছিলে যোগ দিলেন অনেক ব্যাটসম্যান।

    ফলাফল- নিউ জিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতেও অল্পে গুটিয়ে গেল বাংলাদেশ। বাকিদের হতাশার ভিড়ে অবশ্য লড়াই করলেন নাজমুল হোসেন শান্ত।




    মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৯৩ বল বাকি থাকতে বাংলাদেশ অলআউট হয়েছে ১৭১ রানে। চলতি বছর এ নিয়ে ১২ বার আগে ব্যাট করে ছয়বারই পুরো ৫০ ওভার খেলতে পারল না তারা।

    আরও বাজে অবস্থায় পড়তে পারত স্বাগতিকরা। এক প্রান্ত আগলে রেখে দলকে দেড়শ পার করান প্রথম দুই ম্যাচে না থাকা শান্ত। অধিনায়কত্বের অভিষেকে তিনি খেলেন ৭৬ রানের ইনিংস।

    ওয়ানডে সংস্করণে বাংলাদেশের অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ১৯৯৮ সালে ভারতের বিপক্ষে নেতৃত্বের অভিষেকে ৭০ রান করেছিলেন আমিনুল ইসলাম।

    এছাড়া অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে পঞ্চাশ ছোঁয়া ইনিংস আছে হাবিবুল বাশার (৬১) ও সাকিব আল হাসানের (৫৪)।

    হ্যামস্ট্রিং চোটে এশিয়া কাপের মাঝপথে ছিটকে যাওয়ার আগে দুই ইনিংসে ৮৯ ও ১০৪ রান করেন শান্ত। সব মিলিয়ে চলতি বছর ১৪ ইনিংসে ৪৯.৮৫ গড়ে ৬৯৮ রান করলেন বাঁহাতি ব্যাটসম্যান। এই সময়ে ৫টি ফিফটির সঙ্গে দুটি শতক ছোঁয়া ইনিংসও রয়েছে তার।




    টস জিতে ব্যাটিংয়ে নেমে শান্ত ছাড়া আর কোনো ব্যাটসম্যান ২৫ রানও করতে পারেননি। ভালো শুরুর আভাস দিয়েও অল্পে ফিরেছেন তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহরা। ওয়ানডে অভিষেকে ১ রানে আউট হয়েছেন জাকির হাসান।

    নিউ জিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন অ্যাডাম মিল্ন। কোল ম্যাকনকি, লকি ফার্গুসন ধরেন ২টি করে শিকার।

    সংক্ষিপ্ত স্কোর:

    বাংলাদেশ: ৩৪.৩ ওভারে ১৭১ (তানজিদ ৫, জাকির ১, শান্ত ৭৬, হৃদয় ১৮, মুশফিক ১৮, মাহমুদউল্লাহ ২১, মেহেদি ১৩, নাসুম ৭, হাসান ১, শরিফুল ১, খালেদ ০*; বোল্ট ৬-০-৩৩-২, মিল্ন ৬.৩-০-৩৪-৪, সোধি ৬-০-৪০-০, রবীন্দ্র ৫-১-২০-১, ম্যাকনকি ৫-০-১৮-২)।




    আরও খবর 16

    Sponsered content