• পার্বত্য চট্টগ্রাম

    থানচি সফরে জেলা প্রশাসক

      প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২৩ , ৭:৪৭:৩০ প্রিন্ট সংস্করণ

    0Shares

    মো: শহীদুল ইসলাম শহীদ: ১৩ সেপ্টেম্বর দুপুরে বান্দরবান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহ মোজাহিদ উদ্দিন থানচি উপজেলায় সফর করেন।

    আগমন পরবর্তী তিনি উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল মনসুর এর নেতৃত্বে উপজেলা পরিষদের মিলনায়তনে বৈঠক করেন।




    বৈঠকে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি সেটু কুমার বড়ুয়া, থানা অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক, সহকারি পরিচালক ৩৮ বিজিবি বলিপাড়া জোন এমদাদুর রহমান, প্রকৌশলী এলজিডি এমদাদুল হক,প্রাথমিক কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন।

    উপরোক্ত বৈঠকে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।




    জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বৈঠকে অংশ নেওয়াদের থেকে সরকারের কর্মকাণ্ড নিয়ে ইতিবাচক আলোচনা করেন। এছাড়া উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তারদের সাথে কৌশল বিনিময় ও কাজের পরিস্থিতি সম্পর্কে জানতে চান।

    এতে জেলা প্রশাসক থানচি উপজেলা প্রশাসন ও পরিষদের বিভিন্ন অফিস পরিদর্শন, থানচি থানা পরিদর্শন, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত হাইল্যান্ডার্স পার্ক পরিদর্শন, নীল দিগন্ত পর্যটন কেন্দ্র পরিদর্শন,তমাতুঙ্গি পর্যটন কেন্দ্র পরিদর্শন এবং নতুন একটি ভোট কেন্দ্র (শাহাজাহান পাড়া)পরিদর্শন করেন।




    0Shares

    আরও খবর 29

    Sponsered content