প্রতিনিধি ৬ সেপ্টেম্বর ২০২৩ , ৯:১১:০৬ প্রিন্ট সংস্করণ
নুরুল আবছার নূরী : ফটিকছড়ি উপজেলা শস্যভান্ডার নামে খ্যাত খিরাম ইউনিয়ন। অথচ দীর্ঘ সময় ধরে উন্নয়নে পিছিয়ে ছিল এ জনপদটি। বিগত ৫বছরে নবগঠিত এ ইউনিয়নের গ্রামীন সড়ক সমূহ উন্নয়নের আওতায় আসায় এলাকাবাসী আনন্দিত।
উন্নয়নের প্রকল্পের আওতায় ৫নং ওয়ার্ডের আয়শা সিদ্দিকা মাদ্রাসা থেকে বহরম পাড়া পর্যন্ত সড়কটির ব্রীক সলিংনের আওতায় আনা হয়েছে।
৫সেপ্টেম্বর খিরাম ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসেন সৌরভ এই সড়কটির কাজের উদ্বোধন করেন। এই সময় চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা গ্রাম হবে শহর। তারই ধারাবাহিকতা খিরাম ইউনিয়নের এই সড়কটির কাজের উদ্বোধন করি।আমার সাড়ে ৪বছরে ৯০%কাজ শেষ করেছি। বাকী ৬মাসের মধ্যে ১০% কাজ শেষ করব ইনশাআল্লাহ।
আমি চেয়ারম্যান হতে পারি না পারি খিরা ইউনিয়নের উন্নয়নের স্বার্থে আমার জীবন উৎসর্গ করে দিতে প্রস্তুত। এ সময় আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আব্দুল লতিফ মেম্বার, মোহিত রমজান আলী মেম্বার, ইউপি সচিব মোহাম্মদ মাহফুজ আনাম ও মোহাম্মদ জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।