• সারাদেশ

    বেনাপোলে ২৩টি পরিত্যাক্ত ককটেল উদ্ধার

      প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২৩ , ৯:৫৭:৫৯ প্রিন্ট সংস্করণ

    0Shares

    আঃ জলিল: যশোরের বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ইউনুচ মার্কেটের এর পাশ থেকে ২৩টি পরিত্যাক্ত ককটেল উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ।




    রবিবার (৩ সেপ্টেবর) সন্ধা সাড়ে ৭টার সময় স্থলবন্দরে ৩৫ নং শেডের পাশে শওকতের দোকানের পেছনে ড্রেনের ভেতর থেকে ২৩ টি তাজা ককটেল উদ্ধার করা হয়।এ সময় কাউকে আটক করতে পারেনি।




    বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া জানান,গোপন খবর পেয়ে ঘটনাস্থল থেকে পরিত্যাক্ত ককটেল গুলো উদ্ধার করা হয়।উদ্ধারকৃত ককটেল থানায় জমা হয়েছে সেগুলো নিষ্ক্রিয় করা হবে এবং কে বা কারা ককটেল রেখেছেন তা খতিয়ে দেখা হচ্ছে।

    0Shares

    আরও খবর 4

    Sponsered content