• মহানগর

    স্মার্ট বাংলাদেশ গড়তে চাই স্মার্ট পরিবহন খাত: মেয়র রেজাউল করিম

      প্রতিনিধি ৪ সেপ্টেম্বর ২০২৩ , ১০:০২:৫০ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী: স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট পরিবহন খাত প্রয়োজন বলে মন্তব্য করেছেন মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

    রোববার (৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের উদ্যোগে সংগঠনটির সাবেক মহাসচিব গোলাম রসুল বাবুলের শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ মন্তব্য করেন।




    তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে পরিবহন খাতের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবকাঠামো খাতে ব্যাপক বিনিয়োগ করছেন। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামকেও প্রধানমন্ত্রীর ভিশনের সঙ্গে সাজাতে পুরো নগরের যোগাযোগ ব্যবস্থা সমন্বিতভাবে উন্নত করা হচ্ছে।

    সভায় উপস্থিত ছিলেন হাজি মো. ইউনুছ, নুরুল ইসলাম, জাফর উদ্দিন, জাফর আহমদ, হাবিবুর রহমান, মো. মহিউদ্দিন, তরুণ দাশগুপ্ত, আব্দুল মান্নান, ছিদ্দিকুর রহমান, মো. মুছা, বদরুল হুদা, মোহাম্মদ ইউছুফ প্রমুখ।




    আরও খবর 25

    Sponsered content