প্রতিনিধি ৫ আগস্ট ২০২৩ , ১০:০০:১২ প্রিন্ট সংস্করণ
মো: শহীদুল ইসলাম শহীদ: গত চারদিনের টানা বৃষ্টিপাতে একদিকে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পেয়েছে অন্যদিকে বান্দরবান-থানচি সড়কে কালা পাহাড় নামক জায়গায় পাহাড় ধসে বিশাল পাতর রাস্তার উপরে পড়ে থাকাতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, ফলে জেলা উপজেলার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
খবর পেয়ে সেনাবাহিনী ও থানচি উপজেলা প্রশাসন,বিজিবি, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ঘটনাস্থলে গিয়ে সড়ক স্বাভাবিক রাখতে প্রচেষ্টা চালায় এক পর্যায়ে পাথর ও পাহাড় ধসে আসা মাটি অপসারণ করতে সমর্থ হয়।
এই বিষয়ে ঘটনাস্থলে যাওয়া দলনেতা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স থানচি এর তরুন জৌতি চাকমা থেকে জানতে চাইলে তিনি বলেন, খবর পেয়ে গতকাল ৪ আগষ্ট ভোর সাড়ে ৪টা থেকে ঘটনাস্থলে গিয়ে ৮জনের একটি দল আমরা সড়ক স্বাভাবিক রাখতে দীর্ঘ প্রচেষ্টার এক পর্যায় পাথর ও মাটি সরিয়েছি,সড়ক এখন স্বাভাবিক যানবাহন চলাচলে আর কোন সমস্যা নাই।
এদিকে থানচি উপজেলা প্রশাসন প্রবল বৃষ্টিপাতের কারনে পর্যটকদের নিরাপত্তা বিবেচনা আর পাহাড় ধসের আশঙ্খায় ভ্রমণে নিরুৎসাহিত করেছে।