• দক্ষিণ চট্টগ্রাম

    আনোয়ারায় সদানন্দ স্মৃতি পাঠাগারের আর্ট স্কুল উদ্বোধন

      প্রতিনিধি ২২ জুলাই ২০২৩ , ১০:৫৬:৩১ প্রিন্ট সংস্করণ

    0Shares

    অরুন নাথ: বই হউক নিত্যসঙ্গী, এসো বই পড়ি আলোকিত সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে ২১ জুলাই শুক্রবার বিকাল আনোয়ারা উপজেলায় সিংহরাস্হ সদানন্দ স্মৃতি পাঠাগারের আয়োজনে আর্ট স্কুলের শুভ উদ্বোধন করেন ৮ নং চাতরী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল।




    সদানন্দ স্মৃতি পাঠাগারের সভাপতি শিমুল দাশের উপস্থাপনায় সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সদানন্দ স্মৃতি পাঠাগারের প্রধান উপদেষ্টা আনন্দ মোহন চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ইউপি সদস্য ধনঞ্জয় বিশ্বাস, আর্ট স্কুলের প্রশিক্ষক নিবেদিতা চৌধুরী।

    শুভেচ্ছা বক্তব্য রাখেন সদানন্দ স্মৃতি পাঠাগারের স্বপ্নদ্রষ্টা বিপ্লব চৌধুরী। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সঞ্জয় বিশ্বাস।




    এতে সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ সহ সকল স্থরের লোকজন উপস্থিত ছিলেন।

    বক্তারা বলেন, অন্ধকার দূর করে আলোর পথে অগ্রসর হওয়ার জন্য চারুকলা শিক্ষা একজন শিক্ষার্থীর অতীব গুরুত্বপূর্ণ, অভিভাবকদের ও এগিয়ে আসার আহ্বান জানান। বক্তারা আরো বলেন, সদানন্দ স্মৃতি পাঠাগার এধরণের উদ্যোগ সমাজে অবহেলিত জনগোষ্ঠী আলোর পথ দেখবে। সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গঠনের ভূমিকা রাখবে।




    0Shares

    আরও খবর 28

    Sponsered content