• মহানগর

    লালখান বাজার ওয়ার্ড আ.লীগের নব গঠিত কমিটির সভা

      প্রতিনিধি ১৬ জুলাই ২০২৩ , ৯:৫৫:০৯ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: নগরের লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের নব গঠিত কার্যনিবার্হী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (১৪ জুলাই) বিকেলে নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমের পরিচালনায় উক্ত কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুকে বিজয়ী করার লক্ষ্যে পরিকল্পনা, করনীয় নির্ধারণ ও বিএনপি-জামায়াত স্বাধীনতাবিরোধী দোসরদের সরকার বিরোধী অব্যাহত ষড়যন্ত্র, নাশকতা ও নির্বাচন বানচাল করার অপপ্রয়াস রুখে দিতে কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।




    এতে বক্তব্য দেন আইনজীবী পরিষদের সহ সভাপতি ও সদস্য অ্যাড. আব্দুল হক, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ দেলোয়ার হোসেন. সদস্য আফসার উদ্দিন সেলিম, জান্নাত আরা মন্জু, সহ সভাপতি জিএম ফারুক, আব্দুর রশিদ, এম এ কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুলআলম দুলু, অ্যাড. আবদুল্লাহ হাসান পিকু, শেখ জাফর আহাম্মদ মুজাহিদ, ক ইউনিটের সভাপতি শফিউল আজম বাবু, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হিরন, খ ইউনিটের সভাপতি এস এম ইব্রাহীম, সাধারণ সম্পাদক আসলাম হোসেন মাসুম, গ ইউনিটের সভাপতি নুরুল আলম বাবুল, সাধারণ সম্পাদক বাবু সমীর কান্তি দে, সাংগঠনিক সম্পাদকঃআবুল মাসুদ মজনু, আনিসুর রহমান চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মুহিরুল ইসলাম মাসুদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার, তথ্য ও গবেষণা সম্পাদক সুমন ধর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শাহাজান লিটন, দপ্তর সম্পাদক মো. আজমল হোসেন ভূঁইয়া (হিরু), ধর্ম বিষয়ক সম্পাদক মো. আবুল বশর, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিয়াজ আহাম্মদ বাবলু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এস এম মঞ্জু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আকবর আলী. মহিলা বিষয়ক সম্পাদক ফুলো রানী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আবুল খায়ের, যুব ও ক্রীড়া সম্পাদক জাহিদুল কবির নীপু, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক নাজমুস সাকিব, শ্রম সম্পাদক মিজানুর রহমান, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ইমাম উদ্দিন ইমন কোষাধ্যক্ষ অ্যাড. রাশেদুল আলম, সহ দপ্তর সম্পাদক সোহেল খান, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, সদস্য :নিজামুল বারী, মো. শাহাজাহান ভাস্কর চৌধুরী, গোলাম মোস্তফা দুলু, মো. শফিউল আলম ভূঁইয়া, মাজারুল হক মিজান প্রমুখ।




    সভা শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content