• খেলাধুলা

    গুরবাজকে ফিরিয়ে ব্রেকথ্রু আনলেন সাকিব

      প্রতিনিধি ৫ জুলাই ২০২৩ , ৯:৩৪:৪৩ প্রিন্ট সংস্করণ

    0Shares

    খেলাধুলা ডেস্ক: বাংলাদেশের ছুড়ে দেওয়া লক্ষ্যের জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে আফগানিস্তান। দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইবরাহিম জাদরান যখন দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তখন ব্রেকথ্রু এনে দিলেন সাকিব আল হাসান।




    ষষ্ঠদশ ওভারের দ্বিতীয় বলে উড়িয়ে মারতে গিয়ে নাজমুল হাসান শান্তর তালুবন্দি হন গুরবাজ। ৪৫ বলে ২২ রান করে বিদায় নেন তিনি।

    এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে আফগানিস্তানের সংগ্রহ ৫৫ রান।




    এর আগে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান। বৃষ্টির কারণে ৪৩ ওভারে নেমে আসা ইনিংসে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে স্বাগতিকরা। ফিফটি হাকিয়ে সর্বোচ্চ ৫১ রান করে তৌহিদ হৃদয়।




    0Shares

    আরও খবর 16

    Sponsered content