• উত্তর চট্টগ্রাম

    ফটিকছড়িতে বজ্রপাতে ১মহিলা আহত: গবাদিপশু নিহত

      প্রতিনিধি ১৬ জুন ২০২৩ , ৮:৪১:২৭ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নুরুল আবছার নূরী: ফটিকছড়ি উপজেলা সুয়াবিল ইউনিয়নে বজ্রপাতে হাসিনা আকতার(৩০) নামে এক গৃহবধূ আহত হয়।এ সময় ১টি ষাড়গরু মাারা যায়।

    ১৫জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার সময় সুয়াবিল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পয়ার তালুকদার বাড়ি সংলগ্ন জুলফিকারের ঘাটায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ হামিদুর রহমান জানান।




    আহত হাসিনা আকতার প্রতিদিনের মত বাড়ির উঠানে গৃহস্থালীর কাজ করছিল।সকালের বজ্রপাতের বিকট শব্দে মাটিতে লুঠিয়ে পড়েন তিনি। এ সময় বজ্রপাতের আগুনে তার ১টি হাত ঝলসে যায়।প্রতিবেশীরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।




    এ সময় পার্শ্ববর্তী এলাকায় বজ্রপাতে স্হানীয় এম.নুরুল আলমের ১টি ষাড়ঁগরু মারা যায়।গরুটি আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা বলে জানিয়েছেন ইউপি সদস্য মোঃ হামিদুর রহমান।




    0Shares

    আরও খবর 27

    Sponsered content