• মহানগর

    চট্টগ্রামে “রাশিয়া দিবস” উদযাপিত

      প্রতিনিধি ১০ জুন ২০২৩ , ১০:১৮:৪৪ প্রিন্ট সংস্করণ

    মু. হোসেন বাবলা: চট্টগ্রামে বৃহৎ রাজনৈতিক ক্ষমতাশালী রাষ্ট্র রাশিয়া দিবস উদযাপনে সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার),পিপিএম (বার) বলেছেন, বাংলাদেশ রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে আরও সহনশীল এবং উদার পন্থী মনোভাব বজায় রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।




    বৃহস্পতিবার, ৮ জুন বিকালে চিটাগং ক্লাবে ‘রাশিয়া ডে-২০২৩’ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    এতে সিএমপির পক্ষে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় , বিপিএম (বার), পিপিএম (বার)।




    চট্টগ্রামে রাশিয়ান ফেডারেশনের Honorary Consul General আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত H.E. Mr. Alexander V. Mantytskiy ।

    অনুষ্ঠানে বক্তারা রাশিয়ার সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নানা দিক তুলে ধরেন।




    আরও খবর 25

    Sponsered content