• মহানগর

    নৃত্যাচার্য বুলবুল চৌধুরীকে স্মরণ

      প্রতিনিধি ২৪ মে ২০২৩ , ১০:৫১:৫১ প্রিন্ট সংস্করণ

    অরুন নাথ: জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নৃত্যাচার্য বুলবুল চৌধুরী’র সমান খ্যাতি ছড়িয়ে রয়েছে। আমাদের দেশের নৃত্যকে শিল্পের পর্যায়ে উন্নীত করেছেন বুলবুল চৌধুরী। তিনি নৃত্য শিল্পী থেকে নৃত্যাচার্য হিসেবে উন্নীত করেছেন নিজেকেও। তাঁর হাত ধরেই এ দেশের নৃত্যশিল্প সমৃদ্ধি ও সম্ভাবনার সাথে এগিয়ে যায়।




    ২৩ মে সন্ধ্যায় টিআইসি মিলনায়তনে দুদিনব্যাপী বাঙালি ও পাহাড়ি নৃগোষ্ঠী নৃত্য শিল্পীদের পরিবেশনায় বুলবুল চৌধুরী স্মরণে চট্টগ্রাম মহানগর সাংস্কৃতিক সমন্বয় পরিষদের উদ্যোগে ১৫ টি নৃত্যশিক্ষা প্রতিষ্ঠানকে নৃত্যাচার্য বুলবুল চৌধুরী স্মারক সম্মাননা প্রদান করেন।

    উদ্বোধন করেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি একুশে পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা মিনু হক।




    বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা চট্টগ্রামের সভাপতি শারমিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর মুস্তফা কামাল আকতার ।

    আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের নৃত্যশিল্পে নৃত্যাচার্য বুলবুল চৌধুরী মাত্র ৩৫ বছরের জীবনে নৃত্যশিল্পে অসামান্য অবদানকে কৃতজ্ঞতা সঙ্গে স্মরণ করেন, তাকে নিয়ে ব্যাপক গবেষণা করার প্রয়োজন বলে মনে করেন।




    আরও খবর 25

    Sponsered content