• মহানগর

    পাহাড়তলীতে ২ যুবক খুন: মূলহোতাসহ গ্রেফতার ৫

      প্রতিনিধি ৯ মে ২০২৩ , ৮:৪০:৪২ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: নগরের পাহাড়তলীর বিটেক মোড়ে ছুরিকাঘাতে দুই যুবক খুনের ঘটনায় মূল অভিযুক্ত ইলিয়াছসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    সোমবার (৮ মে) রাতভর অভিযানে তাদের গ্রেফতার করা হয়।




    পাহাড়তলী থানার ওসি (তদন্ত) রোজিনা আক্তার বলেন, ঘটনার পর রাতভর অভিযান পরিচালনা করে পুলিশ। মূল অভিযুক্ত ইলিয়াছকে চকরিয়া থেকে রাতেই গ্রেফতার করা হয়।

    একটি হত্যা মামলা রুজুর প্রস্তুতি চলছে। মামলাটির বাদী নিহত এক যুবকের বাবা মনির হোসেন।




    সোমবার (৮ মে) সন্ধ্যায় নারী সংক্রান্ত বিষয়ের জের ধরে দু’পক্ষের মধ্যে মারামারির একপর্যায়ে পায়ে ছুরিকাঘাত করা হলে গুরুতর আহত হন মাসুম (৩০) ও সবুজ (২০) নামে দুই যুবক। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তারা মারা যান।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content