• উত্তর চট্টগ্রাম

    আনসার ব্যাটালিয়ান সার্কেল আ্যাডজুট্যান্ড মোঃ জসিম চৌধুরীর দাফন সম্পন্ন

      প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২৩ , ১১:০৪:৫০ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নুরুল আবছার নূরী: ফটিকছড়ি পৌরসভার ২নং ওয়ার্ডের মোহাম্মদ জামান চৌধুরী বাড়ীর মরহুম মোহাম্মদ সৈয়দ নুর চৌধুরী প্রকাশ টেক্সি মুন্সি ২য় ছেলে, ১ আনসার ব্যাটালিয়ন ঠাকুরগাঁও সার্কেলের আ্যাডজুট্যান্ড (কোম্পানি কমান্ডার) মোঃ জসিম উদ্দিন চৌধুরীর জানাযা দক্ষিন রাংগামাটিয়া এবতেদায়ী মাদ্রাসার মাঠে বিকেল ৫টায় অনুষ্ঠিত হয়।




    নামাজে উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ ইসমাইল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এডঃ মোঃ ছালামত উল্লাহ চৌধুরী শাহীন,রাঙ্গামাটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম,কোম্পানী কমান্ডার ১৫ আনসার ব্যাটালিয়ন কুমিল্লাটিলা খাগড়াছড়ি মোঃ মোস্তাফ কামাল, কোম্পানি কমান্ডার ১৫ আনসার ব্যাটালিয়ন কুমিল্লা টিলা খাগড়াছড়ি, ধন চরন নাথ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফটিকছড়ি মোঃ মিজানুর রহমান, চট্টগ্রাম ও ফটিকছড়ি উপজেলা আনসার কোম্পানি কমান্ডার মোঃ সেলিমসহ বিভিন্ন ইউনিয়ন আনসার কমান্ডার, দলনেতাগন, দৈনিক পূর্বকোণের সিনিয়র রিপোর্ট ইফতিকার উদ্দিন নাসিম, চট্টবাণীর ফটিকছড়ির উপজেলা প্রতিনিধি,এস,এম,নুরুল আবছার নূরী, মরহুমের ফটিকছড়ি করোনেশ সরকারী মেডল উচ্চ বিদ্যালয়ের ১৯৯৪ সালের এস,এস,সি বেইসের বন্ধুগণ,বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ মুহুমের আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।




    জানাজার ইমামতি করেন শফিকীয়া দরবার শরীফের বড় শাহাজাদা ও মুনিরুল উলুম বারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার পীর তরিকত আলহাজ্ব হাফেজ কারী মাওলানা মোঃ ফখরু উদ্দিন কাদের চৌধুরী।

    নামাযের পর পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।




    0Shares

    আরও খবর 27

    Sponsered content