• উত্তর চট্টগ্রাম

    জরাজীর্ণ হালদা সেতুর পাশে বেইলী ব্রীজ নির্মাণে ৫ কোটি ১৬ লক্ষ টাকা বরাদ্দ

      প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২৩ , ৯:০৮:০৬ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী: অবশেষে ফটিকছড়ির নাজিরহাট জরাজীর্ণ হালদা সেতুর পাশে নতুন বেইলী ব্রিজ নির্মাণে ৫ কোটি ১৬ লক্ষ টাকা বরাদ্দ মিলেছে।

    যোগাযোগ মন্ত্রনালয়ের অধীন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ বরাদ্দ দেয়।




    এ সংক্রান্ত একটি চিঠি সম্প্রতি সংশ্লিষ্ট বিভাগ থেকে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

    জনগুরুত্বপূর্ণ এ সেতু নির্মাণে বিগত এক মাসে আগে ডিও লেটার দেন স্থানীয় সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।




    পরে মন্ত্রণালয়ে গিয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরীর নিকট ডিও লেটারটি হস্তান্তর করেন এমপি নিজে।

    তখন এমপির অনুরোধে সচিব তাৎক্ষণিক ভাবে জরাজীর্ণ হালদা সেতুর উপর বেইলী ব্রিজ নির্মাণে প্রধান প্রকৌশলীকে নির্দেশ দেন।

    অবশেষে পুরাতন হালদা সেতুর উপর বেইলী ব্রিজের জন্য অর্থ বরাদ্দের খবরে স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার হচ্ছে।




    এদিকে, হালদা নদীর ওপর বেইলী ব্রীজ নির্মানে অর্থ বরাদ্দ দেয়ায় সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সংশিষ্ট বিভাগের সচিব ও প্রধান প্রকৌশলীকে ধন্যবাদ জানান সাংসদ নজিবুল বশর।

    আরও খবর 27

    Sponsered content