• দক্ষিণ চট্টগ্রাম

    লোহাগাড়ায় সাংবাদিকের মোটরসাইকেল চুরি: থানায় অভিযোগ

      প্রতিনিধি ৯ এপ্রিল ২০২৩ , ২:৪৭:২৮ প্রিন্ট সংস্করণ

    0Shares

    মো: আরিফুল ইসলাম: চট্টগ্রামের লোহাগাড়া প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মুহাম্মদ রায়হান সিকদারের ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি হয়েছে।

    শুক্রবার ৭ এপ্রিল দুপুরে উপজেলার সদর বটতলী স্টেশনের মোস্তফিজুর রহমান মার্কেটের সামনে থেকে এ চুরির ঘটনা ঘটে।




    এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।

    জানা যায়, মার্কেটের সামনে খালি জায়গায় মোটরসাইকেলটি রেখে রায়হান সিকদার বটতলী কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করতে যান। নামাজ শেষে দেখেন তার ব্যবহৃত হিরো হাঙ্ক ১৫০ সিসি মডেলের মোটরসাইকেলটি আর নেই। তাৎক্ষণিক বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোন হদিস পাওয়া যায়নি।




    লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, সাংবাদিক রায়হান সিকদারের ব্যবহৃত মোটরসাইকের চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




    0Shares

    আরও খবর 28

    Sponsered content