প্রতিনিধি ৩০ মার্চ ২০২৩ , ৯:১০:৪৬ প্রিন্ট সংস্করণ
অরুন নাথ: আনোয়ারা উপজেলাস্থ হরি মন্দির (মুক্তি ক্লাব) এ বাসন্তী পুজা অনুষ্ঠিত হয়েছে।
২৭ মার্চ হতে পাঁচদিন ব্যাপী হিন্দু ধর্মীয় এ উৎসবে মিলন মেলায় পরিনত হয়। বাসন্তী পুজায় নারী পুরুষ শিশু সহ অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত হয়ে দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন।
আজ মহানবমী পুজায় মুক্তি ক্লাবের ৪০ বৎসর পূর্তি উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তির আলো শীর্ষক গীতি আলোক্য পরিচালনা ছিলেন জয় প্রকাশ সেন।
সঙ্গীত পরিচালনায় ছিলেন সজীব দাশ বাঁধন।
উপস্থিত ছিলেন ডা.পঞ্চানন দাশগুপ্ত,শিক্ষক ওমা শঙ্কর রায়,হরি মন্দিরের সহ-সভাপতি শিক্ষক বিশ্বজিৎ দাশ মিঠু,জয়কালী ও জ্বালা কুমারী উৎসব উদযাপন পরিষদ এর সম্পাদক কাজল বোস,আনোয়ারা সদর ৬নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি বিকাশ দত্ত,দেব দুলাল বড়ুয়া, শ্যামল চক্রবর্তী,শিক্ষক টিংকু সেন,চারু শিল্পী রতন দাশ,মন্দির কমিটির সম্পাদক কাজল দত্ত অলক, মন্দির পরিচালনা পরিষদের সহ-সম্পাদক শ্যামল দাশ, মৃৎশিল্পী কাঞ্চন চক্রবর্তী প্রমুখ।