• বিনোদন

    ৯৫তম অস্কার মঞ্চে সেরা হলেন যারা

      প্রতিনিধি ১৩ মার্চ ২০২৩ , ৯:০৫:২৪ প্রিন্ট সংস্করণ

    বিনোদন ডেস্ক: অনুষ্ঠিত হয়ে গেল বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার অনুষ্ঠান।

    রবিবার (১২ মার্চ রাতে, বাংলাদেশ সময় ১৩ মার্চ ভোরে) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমেরিকান টেলিভিশন উপস্থাপক ও কৌতুক অভিনেতা জিমি কিমেল।




    এবারের আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ সিনেমাটি। ‘দ্য হোয়েল’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ব্রেন্ডন ফ্রেজার। চমক দেখিয়ে সেরা মৌলিক গানের পুরস্কার জিতেছে তেলেগু সিনেমা ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ গানটি।

    এক নজরে অস্কার বিজয়ীদের তালিকা

    সেরা সিনেমা : এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স

    সেরা পরিচালক : ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনার্ট (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)

    সেরা অভিনেতা : ব্রেন্ডন ফ্রেজার (দ্য হোয়েল)




    সেরা অভিনেত্রী : মিশেল ইয়ো (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)

    সেরা সহ-অভিনেতা : কি হুই কোয়ান (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)

    সেরা সহ-অভিনেত্রী : জেমি লি কার্টার (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)

    সেরা মৌলিক চিত্রনাট্য : ড্যানিয়েল কাওয়ান ও ড্যানিয়েল স্কিনার্ট (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)

    সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য : সারা পোলে (উইমেন টকিং)




    সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম : গুইলার্মো দেল তোরো’স পিনোচিও

    সেরা বিদেশি সিনেমা : অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট (জার্মানি)

    সেরা ডকুমেন্টারি ফিচার : নাভালনি

    সেরা ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট : দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স

    সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম : অ্যান আইরিশ গুডবাই




    সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম : দ্য বয়, দ্য মোল, দ্য ফক্স অ্যান্ড দ্য হর্স

    সেরা অরিজিনাল স্কোর : ভলকার বার্টেলম্যান (অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট)

    সেরা মৌলিক গান : নাটু নাটু (আরআরআর)

    সেরা সাউন্ড : মার্ক ওয়েনগার্টেন, জেমস ম্যাথের, এআই নেলসন, ক্রিস বার্ডন, মার্ক টেলর (টপ গান: ম্যাভেরিক)

    সেরা প্রোডাকশন ডিজাইন : অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট

    সেরা সিনেমাটোগ্রাফি : জেমস ফ্রেন্ড (অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট)




    সেরা মেকআপ ও হেয়ারস্টাইলিং : আদ্রিয়ান মোরোট, জুডি চিন, অ্যান মেরি ব্রাডলি (দ্য হোয়েল)

    সেরা কস্টিউম ডিজাইন : রুথ ই কার্টার (ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার)

    সেরা সম্পাদনা : পল রজার্স (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)

    সেরা ভিজ্যুয়াল ইফেক্ট : অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার

    সূত্র : দ্য হলিউড রিপোর্টার

    আরও খবর 20

    Sponsered content