• উত্তর চট্টগ্রাম

    নাজিরহাট পৌরসভার নির্বাচনে নৌকার মাঝি হলেন এ.কে.জাহেদ চৌধুরী

      প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২৩ , ১২:৪৩:৩৬ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী: দীর্ঘ প্রতিক্ষা ও নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফটিকছড়ি নাজিরহাট পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সদস্য বিশিষ্ট কলামিস্ট এ.কে.জাহেদ চৌধুরী। তিনি দীর্ঘ দিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।



    ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন,তখন তৎকালীন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুল হক চৌধুরীকে মনোনয়ন দিয়েছিলো দল।

    আগামী ১৬ মার্চ অনুষ্ঠিতব্য ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে উপজেলা আওয়ামী লীগের নিকট আবেদন করেছেন স্থানীয় ১০ জন নেতা।



    আবেদনকারীরা হলেন পৌরসভার বর্তমান মেয়র এস এম সিরাজ উদ দৌলা, উপজেলা আওয়ামী লীগ নেতা এ.কে. জাহেদ চৌধুরী, পৌর যুবলীগের সভাপতি মোহাম্মদ হাসান, আবুধাবী বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি ও সাবেক ছাত্রনেতা ছৈয়দ লুৎফুর রহমান, পৌর আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন আজম,আলী আজম ছাদেক,জাবেদ জাহাঙ্গীর টুটুল, প্রবাসী জাহাঙ্গীর আলম চৌধুরী, উত্তর জেলা ছাত্রলীগ নেতা মফিজ তালুকদার ও রেজভী আপ্পান মাহমুদ জেরিন।



    এদিকে, পৌর আওয়ামীলীগের সভাপতি হোসেন শহীদ জাফর আলম দলীয় প্রতীক চাওয়ার কথা শোনা গেলেও শেষের দিকে তিনি মনোনয়ন চাননি।



    অন্যদিকে, ফটিকছড়ির গেইটওয়ে খ্যাত নাজিরহাট পৌরসভার দ্বিতীয় নির্বাচনে স্থানীয় ১০ আওয়ামীলীগ নেতা দলীয় মনোনয়ন চাইলেও নৌকার মনোনয়ন পাওয়ার দৌড়ে আলোচনায় ছিলেন তিনজন। এরা হলেন উপজেলা আওয়ামীলীগ নেতা এ কে জাহেদ চৌধুরী, আবুধাবী বঙ্গবন্ধু সংসদের সভাপতি ছৈয়দ লুৎফুর রহমান এবং পৌর যুবলীগের সভাপতি মোহাম্মদ হাসান।এর মধ্যে উপজেলা আওয়ামীলীগ নেতা এ কে জাহেদ চৌধুরী ভাগ্যে জুটলো দলীয় মনোনয়ন।



    আরও খবর 27

    Sponsered content