• কক্সবাজার

    কুতুদিয়ায় মানবাধিকার সংস্থার উদ্যাগে শিক্ষাথীদের মাঝে কম্বল বিতরণ

      প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২৩ , ৯:২০:০০ প্রিন্ট সংস্করণ

    মহিউদ্দীন কুতুবী,কুতুবদিয়া: বাংলাদেশ মানবাধিকার সংস্থার উদ্যাগে ৫৫টি বে-সরকারি বিদ্যালয় ও মাদ্রাসার গরীব-মেধাবী ৫’শ শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেছে ।

    শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান শনিবার ২১ জানুয়ারী কুতুবদিয়া আদর্শ উচ্চবিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।



    উক্ত সভায় কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জর্জ মিত্র চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।



    কুতুবদিয়া উপজেলা মানবাধিকার সংস্থার সভাপতি দ্বীপাঞ্চল পত্রিকার সম্পাদক আকবর খানের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ তাহের, বড়ঘোপ ইউনিয়ন আওয়মীলীগ সভাপতি বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আবুল কালাম ও কৈয়ারবিল ইউনিয়ন আ’লীগের সভাপতি কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান মোঃ আজমগীর মাতবর, কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিআরডিবির চেয়ারম্যান এস,কে, লিটন কুতুবী, কেবিএফ লি:’র ডাইরেক্টর আসফাক আলম চৌধূরী খালেদ, আল ফারুক মাদ্রাসা সুপার মোরশেদুল মান্নান, কুতুবদিয়া প্রেসক্লাবের অর্থ সম্পাদক এম.এ.মান্নান, কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের ক্রিড়া সম্পাদক ও কুতুবদিয়া উপজেলা কৃষকলীগের সভাপতি জাহেদুল ইসলাম কাইছার সিকদার, এডভোকেট এস.এম. সাইফুল্লাহ খালেদ। বস্ত্র বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ঈমাম আবু হানিফা একাডেমী মাদরাসার সহকারি মৌলভী মঈন উদ্দিন হাসান কুতুবী ।



    অনুষ্ঠান শেষে অতিথিদের উপস্থিতিতে শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন।