• মহানগর

    চট্টগ্রাম বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার

      প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২২ , ৮:৪৭:৫১ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: শাহ আমানত বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার সদস্যরা।

    বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশির মাধ্যমে এ স্বর্ণ পাওয়া যায়।



    এয়ার এরাবিয়ার G9-526 ফ্লাইট শারজাহ থেকে সকাল ৯টা ২০ মিনিটে ওই যাত্রী চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান।

    রাঙ্গুনিয়ার জসিম উদ্দিন নামের ওই যাত্রীর কাছে ২ দশমিক ০৯ কেজি স্বর্ণ (২৪ ক্যারেট), ২ টি স্বর্ণবার ও ১০০ গ্রাম স্বর্ণালংকার মিলে মোট ২ দশমিক ৪২৩ কেজি স্বর্ণ ও বিপুল পরিমাণ কসমেটিকস পাওয়া যায়।



    ওই যাত্রীর স্বর্ণগুলো একটি কুকিং মেশিনের ভেতরে কয়েলে রূপান্তর করে চোরাচালানের চেষ্টা করেছিলেন। পরবর্তীতে তা এনএসআই টিম খুলে উদ্ধার করে। উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর কাস্টমস ইন্টেলিজেন্স এর কাছে হস্তান্তর করা হয়েছে।

    উদ্ধার করা স্বর্ণ, স্বর্ণবার ও স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য এক কোটি ৬৭ লাখ ৩৯ হাজার ৯৩১ টাকা।



    ওই যাত্রী স্বর্ণ চোরাচালানে জড়িত থাকায় তাকে ফৌজদারি মামলার মাধ্যমে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হবে বলে জানা গেছে।



    0Shares

    আরও খবর 25

    Sponsered content