• মহানগর

    মধ্যম হালিশহর ধূমপাড়ায় আগুনে পুড়েছে অর্ধশতাধিক দোকান: ক্ষতির পরিমাণ কয়েক কোটি

      প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২৩ , ৯:২২:৪৮ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: নগরীর বন্দর থানাধীন ধুমপাড়া,রেললাইন এলাকায় শনিবার দিবাগত রাত ৩ টার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।

    রোববার গভীর রাতে ৩৮নং ওয়ার্ড এলাকার ধূমপাড়ায় আগুনে ৫০টির অধিক দোকান ঘর পুড়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত দোকানীরা।




    স্থানীয়রা জানান, বাজারের ব্যবসায়ীরা যখন দিন শেষে যে যার বাড়িতে ঘুমে আচ্ছন্ন তখন শেষরাতের আগুনে সব নিঃশেষ হয়ে গেছে। আগুন লাগার মুহূর্তের মধ্যেই লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।

    খবর পেয়ে নিকটস্থ ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্হানীয় জনসাধারণসহ দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হোন। তবে আগুন লাগার সূত্র কি তা জানতে পারিনি ফায়ার সার্ভিস স্টেশন বন্দর।

    বন্দর থানার অফিসার ইনচার্জ সন্‌জয় কুমার সিন্‌হা বলেন, হালিশহর টেকের মোড় মধ্যম পুলিশ ফাঁড়ী থেকে ১০০০ গজ সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিস টিম আগুন নেভানোর চেষ্টা করলেও পুড়ে যাওয়া দোকানগুলো টিনের ছাউনি ও বেড়ার হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।




    তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কয়েক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছেন স্হানীয় ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী ।

    এসময় উপস্থিত কাউন্সিলর গোলাম মোঃ চৌধুরী ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সবার প্রতি অনুরোধ জানান।




    আরও খবর 25

    Sponsered content