• পার্বত্য চট্টগ্রাম

    থানচিতে যথাযোগ্য মর্যাদায় শুভ বড়দিন পালিত

      প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২২ , ৮:০৩:১৩ প্রিন্ট সংস্করণ

    মোঃ শহিদুল ইসলাম শহীদ, থানচি : প্রতিবছরের মতো থানচি উপজেলায় ৯৩টি গির্জাতে পালন হয়েছে যিশুখ্রিস্টের জন্মদিন শুভ বড়দিন ।



    ২৫ শে ডিসেম্বর বড়দিন পালন করতে পেরে খুবই আনন্দিত বলে জানান শাহাজাহান পাড়ার বাসিন্দা রালঠাত জোয়াম বম। তিনি বলেন, যীশু খৃষ্টের জন্মদিন মানবজাতির জন্য এক বড় নেয়ামত,আমরা কির্তন গান আচুঙ লোং গান পরিবেশন করে করে পাড়াতে ঘুরে মিলিত হয় এবং আনন্দঘন মহুুর্তে তা পালন করি।



    খৃষ্ট সম্প্রদায়ের অনুসারী যুগ যুগ ধরে নিজেদের সৌন্দর্য্যে পছন্দ ঐতিহাসিক পোশাক পরে যীশুখ্রিস্টের জন্মদিন নিয়ে কীর্তন গান সহকারে পাড়া প্রদক্ষিণ করে,শিশু কিশোর যুবক যুবতি এক কথায় পরিবারের সবার মাঝে বয়ে যায় আনন্দ আর এই আনন্দে আলোকিত হয়েছে উপজেলার ৯৩টি গির্জা ও তার আওতাধীন পাড়াগ্রামবাসী।



    উল্লেখ্য যে, সম্প্রতি বড়দিন উপলক্ষে ৯৩টি গির্জায় প্রধানমন্ত্রী উপহার ডিও বিতরণ করা হয় উপজেলা পরিষদ মিলনায়তনে। তার অংশ হিসাবে নানা রকমের খাবার-দাবার, খেলা ধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে উৎসবটি পালন করে ।



    বড়দিন উৎসবটি পাহাড়ের জনগোষ্ঠীর খ্রীষ্টান সম্প্রদায়ের প্রধান উৎসব হিসেবে পালন করা হয়।



    আরও খবর 29

    Sponsered content