প্রতিনিধি ৬ ডিসেম্বর ২০২২ , ৮:১৯:৪৩ প্রিন্ট সংস্করণ
মো: শহীদুল ইসলাম শহীদ, থানচি: উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক পালন হয়েছে উপজেলা সমাবেশ-২০২২ ৫ই ডিসেম্বর সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল মনসূর এর সভাপতিত্বে এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা অফিসার (ভারপ্রাপ্ত) সমির বড়ুয়ার সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বান্দরবান জেলা কমান্ড্যান্ট রাকিবুল ইসলাম।
বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা,থানচি থানার অফিসার ইনচার্জ মোঃ ইমদাদুল ইসলাম,জেলা আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ব্যবস্থাপক মোঃ আবু রাসেল ও উপজেলা মেডিকেল অফিসার ডাঃ রাইহানুল কবির।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২০২২ সালের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন বলিপাড়া ইউনিয়ন কমান্ডার মোঃ সেলিম।
প্রধান অতিথি বাহিনীর প্রতিটি সদস্য-সদস্যার জীবনমান উন্নয়ন ও কর্মদক্ষতা বিষয়ে তুলে ধরে বলেন, এই বাহিনীর গৌরব উজ্জ্বল ইতিহাস কখনো ভুলে যাবার নয়। সরকার অনিয়মিত বেতন ভাতা থেকে এখন নিয়মিত করেছে,সামনে রেশনসহ মৃত্যুকালিন ভাতাসহ আরো অনেক সুবিধা দেওয়ার কথা সরকারের বিবেচনাধীন রয়েছে। আপনারা শান্তি শৃঙ্খলা আর মনোবল নিজ কর্মের প্রতি অবিচল থাকুন সরকার আপনাদের জন্য যা যা দরকার তা করবে।