• দক্ষিণ চট্টগ্রাম

    বিএনপির জাফরুল ইসলাম চৌধুরী আর নেই

      প্রতিনিধি ৮ নভেম্বর ২০২২ , ৮:১৩:৫৪ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী আর নেই।



    মঙ্গলবার (৮ নভেম্বর) বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

    দক্ষিণ জেলা বিএনপি সভাপতি আবু সুফিয়ান বলেন, জাফরুল ইসলাম চৌধুরীর প্রথম নামাজে জানাজা আগামীকাল বুধবার সকাল ১০টায় জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে, বাঁশখালী জলদী হাইস্কুল মাঠে দুপুর ২টায় দ্বিতীয় জানাজা এবং বিকেল ৩টায় বাঁশখালী গুনাগরি ডিগ্রি কলেজ মাঠে ৩য় জানাজা হবে। এরপর বাঁশখালীতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।



    চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন দাতা সদস্য, সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর (৭২) মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।



    এক বিবৃতিতে চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস এবং সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।



    0Shares

    আরও খবর 28

    Sponsered content