• মহানগর

    জাহাজশূন্য করা হলো চট্টগ্রাম বন্দরের জেটি

      প্রতিনিধি ২৪ অক্টোবর ২০২২ , ১০:৫০:৫৪ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: ঘূর্ণিঝড় আঘাত হানার আশঙ্কায় ক্ষয়ক্ষতি কমাতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এনসিটি, সিসিটির সব জাহাজ বহিরনোঙরে পাঠিয়ে দিয়েছে। বন্দর চ্যানেল থেকে সব লাইটার জাহাজও সরিয়ে নেওয়া হয়েছে।

    সোমবার (২৪ অক্টোবর) সকাল আটটা থেকে জেটি জাহাজশূন্য করার কাজ শুরু হয়। ১১টার মধ্যে এনসিটি ও সিসিটি জাহাজশূন্য হয়।



    বন্দর সূত্রে জানা গেছে, আবহাওয়া অধিদফতরের সতর্কতা সংকেত অনুযায়ী বন্দরের নিজস্ব অ্যালার্ট-৩ জারি করা হয়েছে। এর ফলে জাহাজ থেকে পণ্য, কনটেইনার লোড-আনলোড বন্ধ হয়ে গেছে। হ্যান্ডলিং ইক্যুইপমেন্ট নিরাপদে রাখতে প্যাকিং করে রাখা হচ্ছে। বন্দর ভবনে জরুরি সভা চলছে।



    আবহাওয়া অধিদফতরের সতর্কতা সংকেতের ওপর নির্ভর করে ধাপে ধাপে কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে।



    0Shares

    আরও খবর 25

    Sponsered content