• মহানগর

    চট্টগ্রামে আগুনে ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

      প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২২ , ৯:৪১:৫৭ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী : চট্টগ্রামের বাকলিয়ায় শহীদ এন.এম.এম ডিগ্রি কলেজের পাশে প্লাস্টিক কারখানা ও সিগারেটের গুদামে আগুন লেগে ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এ সময় একটি মুড়ির কারখানা, রশি, সিগারেট ও লোহার গুদামসহ একটি ঘর পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।



    ফায়ার সার্ভিসের আগ্রাবাদের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক বলেন, রোববার (২৩ অক্টোবর) ভোর সোয়া ৪টায় বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট সকাল ৭টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।



    তিনি বলেন, ভোর সোয়া ৪টায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল যায় ফায়ার সার্ভিস। তিনটি ইউনিটের ৮টি গাড়ির প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।



    তিনি আরও বলেন, এতে আনুমানিক ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কেউ নিহত বা আহত হয়নি। আগুণ নিয়ন্ত্রণের পর ঘটনাস্থল থেকে আমরা প্রায় ১ কোটি টাকার মালামাল উদ্ধার করেছি।



    আরও খবর 25

    Sponsered content