• উত্তর চট্টগ্রাম

    সীতাকুণ্ডে সংসদ সদস্য দিদারুল আলমকে সংবর্ধনা

      প্রতিনিধি ৭ অক্টোবর ২০২২ , ৯:০৫:২৮ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী ডেস্ক: সীতাকুণ্ডের সংসদ সদস্য ও উত্তর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য দিদারুল আলম দীর্ঘ এক মাস বিদেশ সফর শেষে ফিরে আসায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন গণসংবর্ধনার আয়োজন করে।



    বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেল ৪ টায় সীতাকুণ্ড উত্তরবাজার থেকে কয়েক হাজার দলীয় নেতাকর্মী সংসদ সদস্য দিদারুল আলমকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিছিল সহকারে সীতাকুণ্ড পৌরসভার সংবর্ধনাস্থলে নিয়ে যান।



    সেখানে সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন সাংসদ দিদারুল আলম। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুঁইয়ার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীরের সঞ্চালনায় বক্তব্য দেন সীতাকুণ্ড পৌরসভার মেয়র বদিউল আলম, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রেহান উদ্দিন রেহান, চেয়ারম্যান নাজিম উদ্দিন, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মো. ইদ্রীস, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক হাসেম ভুইয়া, নিজাম উদ্দিন, সিরাজুল ইসলাম, খোরশেদ আলম, সাহাব উদ্দীন, মো. শাহজাহান, বেলাল হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সুরাইয়া বাকের, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাহাঙ্গীর ভুইয়া, সাংগঠনিক সম্পাদক জালাল আহমদ, উপজেলা আওয়ামী লীগ নেতা রুহুল আমিন, হারুন ভুইয়া, মাইমুন উদ্দিন মামুন, আবদুল বারেক সওদাগর, মাহবুব মেম্বার, সীতাকুণ্ড পৌরসভার কাউন্সিলর, বিভিন্ন ইউনিয়ন পরিষদরের সদস্য, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দীন, সাধারণ সম্পাদক এসএম জিলানী, কৃষক লীগের আহবায়ক নূর মোস্তফা, তাঁতি লীগের আহবায়ক ইউসুফ আলি লিটন প্রমুখ।

    0Shares

    আরও খবর 27

    Sponsered content