• খেলাধুলা

    ৪৫ মিনিটে বাংলাদেশের জালে ৩ গোল নেপালের

      প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২২ , ৮:২১:১৯ প্রিন্ট সংস্করণ

    0Shares

    খেলাধুলা ডেস্ক: গত সপ্তাহে সাবিনারা নেপালকে হারিয়ে সাফে চ্যাম্পিয়ন হয়েছিল। কাঠমান্ডুর সেই দশরথ স্টেডিয়ামেই জামাল ভূঁইয়ারা আজ মঙ্গলবার পুরোপুরি উল্টো এক বাস্তবতার মুখে। প্রথমার্ধেই স্বাগতিক নেপালের বিপক্ষে ০-৩ গোলে পিছিয়ে গেছে। প্রথমার্ধেই হ্যাটট্রিক করেছেন অঞ্জন বিষ্টা।



    ম্যাচটি বাংলাদেশ ভালোই শুরু করেছিল। প্রথমে কয়েকটি সুন্দর আক্রমণও করেছে। বক্সের একটু সামনে বাংলাদেশ ফ্রিকিকও পেয়েছিল। বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়ার করা ফ্রি কিক ক্রসবারে লেগে ফেরত আসে।

    বাংলাদেশ ফ্রি কিক থেকে গোলবঞ্চিত হলেও নেপাল ফ্রি কিক থেকেই গোল আদায় করেছে। ১৮ মিনিটে বক্সের বাঁ প্রান্ত ঘেঁষে পাওয়া ফ্রি কিকে অঞ্জন বিষ্টা হেডে গোল করেন৷

    নয় মিনিট পর আবার অঞ্জন নেপালকে এগিয়ে নেন। সংঘবদ্ধ আক্রমণে নেপালের ফরোয়ার্ডের আক্রমণ প্রথমে বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকো হাফ সেভ করেন। ফিরতি বলে অঞ্জন প্লেসিংয়ে গোল করেন। অঞ্জন বক্সে আনমার্কড ছিলেন।



    ৩৭ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন অঞ্জন। ফ্রি কিক থেকে দুর্দান্ত হেড করেন এই ফরোয়ার্ড। প্রথমার্ধের শেষ দিকে বাংলাদেশ বক্সের সামনে আরেকটি ফ্রি কিক পায়। জামালের নেয়া এই ফ্রি কিক ডিফেন্ডারের গায়ে লেগে ফেরত আসে।

    0Shares

    আরও খবর 16

    Sponsered content