• উত্তর চট্টগ্রাম

    ফতেয়াবাদ মহাখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২৩ , ১০:১৪:০০ প্রিন্ট সংস্করণ

    অরুন নাথ : হাটহাজারী উপজেলাধীন ১২নং চিকনদন্ডী ইউনিয়নে ফতেয়াবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ে নব নির্মিত শহীদ মিনার, শ্রেণি কক্ষ ও অডিটোরিয়াম উদ্বোধন এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা উপলক্ষে ১৭ অক্টোবর মঙ্গলবার সকাল উত্তর জেলা যুব লীগের সাধারণ সম্পাদক বিদ্যালয় পরিচালনা পরিষদ এর সভাপতি চৈয়দ মনজুর আলমের সভাপতিত্বে বিশ্বজিৎ পালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এম.পি।




    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবি এম মশিউজ্জামান,উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস গনি চৌধুরী, হাটহাজারী উপজেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক আলহাজ্ব মনজুর আলম, হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান, হাটহাজারী উপজেলা ১২নং চিকনদন্ডী ইউপি চেয়ারম্যান মো. হাসান জামান বাচ্ছু, অধ্যাপক শ্রীমান ঘোষ, কাজী এনামুল হক, জোবরা পিপি স্কুল এন্ড কলেজের সভাপতি মো. হাসান।

    আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল দে।




    প্রধান অতিথি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এম.পি নব নির্মিত শহীদ মিনার, শ্রেণি কক্ষ, ও অডিটোরিয়াম উদ্বোধন করেন এর পর এস এস সি -২৩ সালের কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট তোলে দেন ।

    প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন লেখা পড়ার পাশাপাশি ছাত্রীদের স্বপ্ন দেখতে হবে , বর্তমানে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে , অভিভাবক কে ও স্বপ্ন দেখতে হবে আমাদের প্রধান মন্ত্রী একজন নারী ওনি মেয়েদের জন্য শিক্ষা,চিকিৎসা, চাকুরি,বিভিন্ন ভাবে সহযোগিতা করে যাচ্ছেন বছরের প্রথমদিন শিক্ষার্থীদের হাতে বই তোলে দিচ্ছেন।




    তিনি আরো বলেন, এই বিদ্যালয়ে নির্মিত ভবন এর বাকি কাজ অচিরেই হয়ে যাবে।শিক্ষার্থীদের পড়া-লেখায় আরো মনযোগী হতে হবে অত্র প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন রাখতে হবে।

    সমাবেশে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, পরিচালনা পরিষদের সদস্যগণ, গণমাধ্যম কর্মী,আইন শৃঙ্খলা বাহিনী, অভিভাবক সহ সমাজের বিভিন্ন শ্রেণির লোকজন উপস্থিত ছিলেন। সভাস্থলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন এতে প্রধান অতিথি ভূয়সি প্রশংসা করেন।




    আরও খবর 27

    Sponsered content