• খেলাধুলা

    ঢাকার বাইরে স্বাধীনতা কাপ

      প্রতিনিধি ২০ অক্টোবর ২০২২ , ১০:২৩:১৮ প্রিন্ট সংস্করণ

    খেলাধুলা ডেস্ক: ঘরোয়া ফুটবল আগে শুরু হতো ফেডারেশন কাপ দিয়ে। এখন সূচিতে খানিকটা পরিবর্তন এসেছে। স্বাধীনতা কাপ দিয়ে এখন শুরু হচ্ছে ফুটবল মৌসুম। গত বছর স্বাধীনতা কাপ হয়েছিল কমলাপুর স্টেডিয়ামে। তবে এবার ঢাকার বাইরে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।



    বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংস্কার কাজ চলায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ ঢাকার বাইরের ভেন্যুতে হয়েছে। আসন্ন স্বাধীনতা কাপের প্রথম পর্ব তিনটি ভেন্যুতে করার পরিকল্পনা ফেডারেশনের। গোপালগঞ্জ, কুমিল্লা ও মুন্সীগঞ্জে গ্রুপ পর্বের ম্যাচগুলো আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। ওই স্টেডিয়ামগুলোতে যেহেতু ফ্লাডলাইট নেই, ফলে ম্যাচগুলো দিনেই আয়োজিত হবে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।



    স্বাধীনতা কাপে গ্রুপ পর্বের ম্যাচগুলোতে তিন ভেন্যুতে হলেও নক আউট একটি ভেন্যুতে করার পরিকল্পনা। সেই নকআউট ম্যাচগুলো কোন ভেন্যুতে হবে সেটা এখনো সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, ‘লিগ কমিটির পরবর্তী সভায় বিষয়টি ঠিক হবে। নক আউট ম্যাচগুলো একাধিকের পরিবর্তে এক ভেন্যুতে আয়োজনের সম্ভাবনা বেশি।’



    বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১টি দল। এর সঙ্গে চ্যাম্পিয়নশিপ, সার্ভিসেস দলগুলো বাছাই থেকে পাঁচটি দল স্বাধীনতা কাপে খেলবে। সার্ভিসেস দলগুলোর অনেক ফুটবলার আবার ক্লাবেও নিবন্ধিত। এই বিষয়টি নিয়ে গত আসরে খানিকটা সমস্যা তৈরি হয়েছিল। এবার তাই আগেভাগে বিষয়টি ঠিক করতে চায় ফেডারেশন। আবু নাইম সোহাগ বলেন, ‘এ বিষয়ে আমাদের নির্দেশনা রয়েছে। ক্লাব, খেলোয়াড় ও সংশ্লিষ্ট সংস্থা বিষয়টি নিয়ে অবগত।’



    নভেম্বরের প্রথম সপ্তাহে স্বাধীনতা কাপের বাছাই শুরু হয়ে দ্বিতীয় সপ্তাহে মূল পর্ব আরম্ভ হবে। টুর্নামেন্টের ফাইনাল হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে।

    আরও খবর 16

    Sponsered content