প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২২ , ১০:৩৫:৫০ প্রিন্ট সংস্করণ
চট্টবাণী: ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচালিত অভিযানে এডিস মশার বংশ বৃদ্ধির উপযোগী জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় তিন ভবন মালিককে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৬ অক্টোবর) চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ জরিমানা করেন।
খুলশী হিলস আবাসিক এলাকায় পরিচালিত অভিযানকালে ডেঙ্গু রোগ প্রতিরোধে বিভিন্ন বাড়ির ছাদ বাগান পরিদর্শন করা হয়। তখন এ জরিমানা করা হয়।
অভিযানে অংশ নেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম। অভিযানে চসিকের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা দেন।