• মহানগর

    পতেঙ্গা খালপাড় মোড়ে ট্রাংক-লরী চাপায় দুই রিকশা যাত্রী নিহত: আহত ১

      প্রতিনিধি ১০ মে ২০২৩ , ৩:১৩:৪২ প্রিন্ট সংস্করণ

    0Shares

    সিটি রিপোর্টার: নগরীর পতেঙ্গা থানার স্টিল মিল বাজারে চলন্ত লরি থেকে কন্টেইনার পড়ে দুই জন নিহত হয়েছেন। নিহত দুজন রিকশা যাত্রী ছিলেন। তবে তাৎক্ষনিক তাদের পরিচয় পাওয়া যায়নি।

    বুধবার ১০ মে বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে স্টিল মিল খাল পাড় রোডের মুখে আলী প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটেছে।




    ঘটনাস্থলে খবর পেয়ে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোঃ আব্দুল হালিমের নেতৃত্বে লাশ দুটি উদ্ধার করে ইপিজেড থানা পুলিশের মাধ্যমে মর্গে পাঠানো হয়েছে ।

    তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় সনাক্ত করা যায়নি।অপর রিকশা চালকের ও নাম পরিচয় জানা যায়নি।




    থানার অফিসার ইনচার্জ আব্দুল করিম তাৎক্ষণিক জানিয়েছেন যে, পতেঙ্গাগামী কনটেইনার পরিবহন দ্রুত গতিতে যাওয়ার সময় সামনে থাকা রিকশা চালক-যাত্রীদের চাপা দেয়।এতে ঘটনাস্থলেই মারা যান রিকশার দুই যাত্রী।

    প্রত্যক্ষদর্শীর জানান,নিহত দুইযাত্রী পিতা-পুত্র হন। তারা স্টিলমীল বাজার থেকে বাজার-সদায় করে বাড়িতে যাচ্ছিলেন।




    ঘটনার পর থেকেই ট্রাংক লরীর চালক হেলপার পলাতক রয়েছেন বলে ওসি আব্দুল করিম উপস্থিত সাংবাদিকদের জানিয়েছেন।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content