প্রতিনিধি ৩ মে ২০২৩ , ৯:১৪:৩২ প্রিন্ট সংস্করণ
নুরুল আবছার নূরী: ৩ মে বুধবার ফটিকছড়ি নাজিরহাট পৌরসভার নব-নির্বাচিত মেয়র-কাউন্সিলরদের দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান মেয়র লায়ন একে জাহেদ চৌধুরী সভাপতিত্বে সকাল ১১টায় নাজিরহাট পৌরসভা কার্যালয়ে কোরান তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাব্বির রহমান সানি।
বিশেষ অতিথি ছিলেন বি,এল,এফের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ারুল আজিম চৌধুরী,উপজেলা সহকারী কমিশনার ভুমি এটি.এম.কামরুল ইসলাম,নাজিরহাট বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষক এস,এম,নুরুল হুদা,ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোঃ মাসুদ ইবনে আনোয়ার,ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন ফারুকী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবু তৈয়ব কোম্পানি।
স্বাগত বক্তব্য রাখেন কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মোহাম্মদ আলী। বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর মোঃ ইসমাইল, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সোলাইমান,৭নংওয়ার্ডের মাওলানা মনজুল আলম,নাজিরহাট পৌরসভা আওয়ামীলীগের সভাপতি হোসেন শহীদ জাফর আলম।
১নং ওয়ার্ডের কাউন্সিলর মাওলানা এস,এম,জয়নাল আবেদীনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাজিরহাট পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস,এম,হারেছ মিয়া,২নংওয়ার্ডের কাউন্সিলর মোঃ আমান উল্লাহ,৩নংওয়ার্ডের কাউন্সিলর মোঃ ওছমান,৪নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শাহজাহান,৫নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আবুল কালাম, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মাওলানা এয়াকুব,৭নং ওয়ার্ডের কাউন্সিলর মাওলানা মোঃ মনজু মিয়া, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর ১ নং ওয়ার্ডের ছলিম আক্তার শিউলী,২নংওয়ার্ডের রহিমা বেগম, ৩নং ওয়ার্ড হাসিনা মমতাজ, সাবেক মহিলার কাউন্সিলর রেজিয়া বেগম, সাবেক মহিলা কাউন্সিলর আয়শা আক্তার রনী,সাবেক কাউন্সিলর হারুন সাবেক কাউন্সিলর এস,এম,মনছুরসহ এলাকার গণ্যমান বক্তিবর্গ ও নাজিরহাট পৌরসভার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দগণ।
বক্তারা বলেন প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে ৪টি বিষের উপর নজর রাখতে হবে (১)স্মার্ট সিটিজেন (২)স্মার্ট ইকোনোমিস্ক (৩)স্মার্ট সরকার (৪)স্মার্ট সোসাইটি।
বক্তারা আরো বলেন, নাজিরহাট পৌরসভাকে আধুনিক পৌরসভা গঠন করতে দলবল নির্বিশেষে কাজ করতে হবে।
নব-নির্বাচিত মেয়র বলেন, আমি নির্বাচনের সময় বলেছিলাম স্থানীয় গণ্যমান্য ব্যক্তি কাউন্সিলর,সাংবাদিকও বিভিন্ন পেশাজীবীদের সমন্বয়ে একটি কমিটি করে জনগণের নিকট জবাবদিহি মুলক সেবার নিশ্চিত করব,যাতে পৌরবাসী কষ্ট বা হয়রানীর শিকার না হয়।
উল্লেখ্য,যে গত ১৬ মার্চ নাজিরহাট পৌরসভা ২য় বারে মত নির্বাচন অনুষ্ঠিত হয়।২০১৪ সালে নাজিরহাট পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার পর ২০১৮ সালে মার্চে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। প্রথমবার মেয়র এস,এম,সিরাজ -দৌলা মেয়র নির্বাচিত হন।