• উত্তর চট্টগ্রাম

    ফটিকছড়িতে জাতির জনকের ১০৩ জম্মদিন ও জাতীয় শিশুদিবস পালিত

      প্রতিনিধি ১৭ মার্চ ২০২৩ , ৯:৩৪:০৫ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী: ফটিকছড়ি উপজেলা প্রশাসন কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জম্মদিন উপলক্ষে কেক কাটা আলোচনা সভা, সাংস্কুতিক অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাব্বরি রহমান সানির সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা জহুরুল হল মিলায়তনে অনুষ্ঠিত হয়।

    সভায় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ির সাংসদ আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডরী।




    বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এইচ,এম,আবু তৈয়ব, উপজেলা ভাইস-চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা,ভাইস-চেয়ারম্যান এডঃ মোঃ ছালাতম উল্লাহ চৌধুরী শাহীন।

    উদ্বোধনী বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি এটি,এম,কারুল ইসলাম।




    বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ হাসানুল করিম,বীর মুক্তিযোদ্ধা খাইরুল বশর চৌধুরী,ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন ফারুকী।




    মাস্টার মোঃ নাছির উদ্দিন চৌধুরী সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ডঃ মোঃ সেলিম রেজা, নির্বাচন কর্মকর্তা বাবু অরুন উদয় ত্রিপুরা, মৎস কর্মকর্তা মোঃ মিজানুর রহমান,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আরিফিন আজিম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুচয়ন চৌধুরী, প্রকৌশলী বাবু তন্ন নাথ,মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ছফি উল্লাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী প্রমুখ।




    শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবসহ তাঁর পরিবারের সকল শহীদদের আত্নার মাগফেরাত ও দেশ জাতি,প্রধানমন্ত্রীর সু-স্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে মুনাজাত করেন উপজেলা জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা নুর হোসেন নিজামী।




    আরও খবর 27

    Sponsered content