প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২৩ , ৯:১৪:১৩ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: নগরের বাকলিয়া ডিসি রোড এলাকার মেসার্স মা ড্রিংকিং ওয়াটার গাউসিয়া ফুড এন্ড বেভারেজ নামীয় প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে ড্রিংকিং ওয়াটার উৎপাদন ও পণ্যের লাইসেন্স গ্রহণ না করে মিথ্যা তথ্য দিয়ে অবৈধভাবে পণ্য বাজারজাতকরণের অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২৫,০০০ টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসন ও বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিস যৌথভাবে বুধবার ২৫ জানুয়ারি এ অভিযান পরিচালনা করে।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার বলেন, অভিযানে ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশে শ্রমিকদের পানি বোতলজাত করতে দেখা যায় এবং বিএসটিআই লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা করছিলো প্রতিষ্ঠানটি।
তিনি আরও বলেন, এছাড়া বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই বোতলের গায়ে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করছে প্রতিষ্ঠানটি। এসকল অপরাধে প্রতিষ্ঠানটির মালিককে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২৫,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন বিএসটিআই চট্টগ্রামের ফিল্ড অফিসার প্রকৌঃ মোঃ মাহফুজুর রহমান ও প্রকৌঃ মোঃ আব্দুর রহিম এবং চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের একটি টিম।