প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৩ , ১:৩৯:১২ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: বিবেকানন্দ বিদ্যানিকেতন ও বিবেকানন্দ সঙ্গীত নিকেতনর আয়োজনে ১২ জানুয়ারি বন্দর নগরী চট্টগ্রাম জে এম সেন হল প্রাঙ্গনে বিকাল ২ টা হইতে ২০০ ক্ষুদে শিল্পীর চিত্র প্রদশর্নী ও চিত্রাংকন প্রতিযোগিতা অংশ গ্রহন করে।
বিকাল ৪ টায় আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন এর মাধ্যমে সূচনা হয়। এর পর উদ্বোধনী দলীয় নৃত্য ” অঞ্জলি লহ মোর” পরিবেশন করেন রামকৃষ্ণ সারদা মিশন সেবাশ্রম চট্টগ্রাম এর অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দ মহারাজ।
উদ্বোধক ছিলেন রামকৃষ্ণ বিবেকানন্দ ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি দুলাল মজুমদার।
বিশেষ অতিথি ছিলেন ব্যাংকার মৃনাল কান্তি সূত্রধর,আলোচক ছিলেন ট্রাস্টের শিক্ষা উপদেষ্টা প্রফেসর রীতা দত্ত, স্বাগত বক্তব্য রাখেন রামকৃষ্ণ বিবেকানন্দ ট্রাস্টের সম্পাদক তাপস হোড়, শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যানিকেতনের অধ্যক্ষ অধ্যাপক নারায়ণ কান্তি চৌধুরী ও নিকেতনের অধ্যক্ষ মিসেস মানু মজুমদার।
অতিথিদের মধ্যে বক্তব্য চট্টগ্রাম চারুকলা পরিচালক চিত্রশিল্পী প্রণব মিত্র চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন ট্রাস্টের সদস্য অজিত কুমার দাশ ও বিকাশ মজুমদার, নেপাল সেনগুপ্ত।
প্রতিযোগীদের পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এতে অংশ নেন বিদ্যানিকেতন ও সঙ্গীত নিকেতনে শিক্ষার্থীবৃন্দ।
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন প্রমিত বড়ুয়া, গৌরী নন্দী,প্রিয়ম কৃষ্ণ দে, ঋতু দত্ত, অন্তরা দাশ,সীমা দাশ,তৃপ্তি বিশ্বাস, বহ্নিশিখা মজুমদার, অন্তরা দাশ,মৌসুমি কর,তণ্বী বড়ুয়া, সঞ্চিতা দস্তিদার, জয় প্রকাশ ভট্টাচার্য, অরুন নাথ, ত্রিদিপ বৈদ্য,দীপ্ত দত্ত,দেবাশীষ দাশ,রিপন সেন গুপ্ত, সেতু ধর,সুখরঞ্জন হালদার, দীপ্তি মজুমদার,আদৃতা দে,ঈশা দে,বাপ্পী দাশ,পারমিতা ভট্টাচার্য, মৌসুমি চৌধুরী, অজান্তা দেব,রহিমা আক্তার, জ্বলি সরকার,পাপিয়া গোস্বামী, দীপ্তা ভট্টাচার্য, অনন্যা ভট্টাচার্য প্রমুখ।
পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রিয়ম কৃষ্ণ দে ও ঈশা দে।