প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২৪ , ১১:০২:১১ প্রিন্ট সংস্করণ
মোঃ শহিদুল ইসলাম শহীদঃ থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত রাকিব হাসান চৌধুরী।
এতে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহীন মাহমুদ, থানচি থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মজুমদার, পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক মোঃ জমির উদ্দিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান,উপজেলা সহকারী, কৃষি অফিসার বিশ্বজিৎ দাশগুপ্ত,থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, কামরুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কামরুল ইসলাম প্রমুখ।
সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে সুস্থ সুশৃংখল ভাবে পালনের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।